Calculation for female tax payer is updated, error fixed.
এই আয়কর ক্যালকুলেটর দিয়ে আপনি খুব সহজে আয়কর হিসাব করতে পারবেন।
আপনি যদি টিআইএন বা TIN রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনাকে আয়কর রিটার্ণ জমা দিতে হবে।
সাধারণ জ্ঞাতব্য বিষয়:
আয়কর রিটার্ন আয়কর কর্তৃপক্ষের নিকট একজন করদাতার বার্ষিক আয়ের তথ্যাবলী নির্ধারিত ফরমে উপস্থাপন করার মাধ্যম হচ্ছে আয়কর রিটার্ন । আয়কর রিটার্ন ফরম এর কাঠামো আয়কর বিধি দ্বারা নির্দিষ্ট করা আছে । আয়কর আইন অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত ফরমে আয়কর রিটার্ন দাখিল করতে হয় ।
আয়কর রিটার্ন কারা দাখিল করবেন
সাধারণভাবে , কোন ব্যক্তি - করদাতার ( individual ) আয় যদি বছরে ৩,৫০,০০০ টাকার বেশি হয় তবে তাকে রিটার্ন দাখিল করতে হবে । মহিলা এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতার আয় যদি বছরে ৩,৫০,০০০ টাকার বেশি , প্রতিবন্ধী করদাতার আয় যদি বছরে ৪,৫০,০০০ টাকার বেশি এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযােদ্ধা করদাতার আয় যদি বছরে ৪,৭৫,০০০ টাকার বেশি হয় তাহলে ঐ করদাতাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে । আবার কয়েকটি ক্ষেত্রে , আয়ের পরিমাণ যা - ই হোক না কেন , করদাতাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে ।
নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে ব্যক্তি - করদাতাকে সংশ্লিষ্ট আয় বছরের জন্য আবশ্যিকভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হবে : ( ক ) যদি আয় বছরে করদাতার মােট আয় করমুক্ত সীমা অতিক্রম করে ;
( খ ) আয় বছরের পূর্ববর্তী তিন বছরের যে কোন বছর করদাতার কর নির্ধারণ হয়ে থাকে বা তার আয় করযােগ্য হয়ে থাকে ;
( গ ) করদাতা যদি
( ১ ) কোন কোম্পানির শেয়ারহােল্ডার পরিচালক বা শেয়ারহােল্ডার employee হন ;
( ২ ) কোন ফার্মের অংশীদার হন ;
( ৩ ) সরকার অথবা সরকারের কোন কর্তৃপক্ষ , কর্পোরেশন , সত্ত্বা বা ইউনিটের বা প্রচলিত কোন আইন , আদেশ বা দলিলের মাধ্যমে গঠিত কোন কর্তৃপক্ষ , কর্পোরেশন , সত্ত্বা বা ইউনিটের কর্মচারী ( employee ) হয়ে আয় বছরের যে কোন সময় ১৬,০০০ টাকা বা তদূর্ধ্ব পরিমাণ মূল বেতন আহরণ করে থাকেন ;
( ৪ ) কোন ব্যবসায় বা পেশায় নির্বাহী বা ব্যবস্থাপনা পদে ( যে নামেই অভিহিত হােক কেন ) বেতনভোগী কর্মী ( employee ) হন ;
( ঘ ) আয় বছরে করদাতার আয় কর অব্যাহতি প্রাপ্ত বা হ্রাসকৃত হারে করযোগ্য হয়ে থাকে ;
( ঙ ) যদি আয় বছরের কোন এক সময়ে নিম্নবর্ণিত শর্তের যে কোনটি করদাতার জন্য প্রযোজ্যহয়ঃ
( 1 ) মোটর গাড়ির মালিকানা থাকা ( মােটর গাড়ি বলতে জীপ বা মাইক্রোবাসকেও বুঝাবে ) ;
( ২ ) মূল্য সংযোজন কর আইনের অধীন নিবন্ধিত কোন ক্লাবের সদস্যপদ থাকা ;
( ৩ ) কোন সিটি কর্পোরেশন , পৌরসভা বা ইউনিয়ন পরিষদ হতে ট্রেড লাইসেন্স গ্রহণ করে কোন ব্যবসা বা পেশা পরিচালনা ;
( ৪ ) চিকিৎসক , দন্ত চিকিৎসক , আইনজীবী , চার্টার্ড একাউন্টেন্ট , কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্ট , প্রকৌশলী , স্থপতি অথবা সার্ভেয়ার হিসেবে বা সমজাতীয় পেশাজীবী হিসেবে কোন স্বীকৃত পেশাজীবী সংস্থার নিবন্ধন থাকা ;
( ৫ ) আয়কর পেশাজীবী ( income tax practitioner ) হিসেবে জাতীয় রাজস্ব বাের্ডের থাকা ; ( ৬ ) কোন বণিক বা শিল্প বিষয়ক চেম্বার বা ব্যবসায়িক সংঘ বা সংস্থার সদস্যপদ থাকা ;
( ৭ ) কোন পৌরসভা বা সিটি করপােরেশনের কোন পদে বা সংসদ সদস্য পদে প্রার্থী হওয়া ;
( ৮ ) কোন সরকারি , আধা - সরকারি , স্বায়ত্বশাসিত সংস্থা বা কোন স্থানীয় সরকারের কোন টেন্ডারে অংশগ্রহণ করা ;
( ৯ ) কোন কোম্পানির বা কোন গ্রুপ অব কোম্পানিজের পরিচালনা পর্ষদে থাকা ;
( ১০ ) রাইড শেয়ারিং ব্যবস্থায় মোটরযান প্রদান করা । ( ১১ ) মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথােরিটি’র নিবন্ধিত মাইক্রোক্রেডিট প্রতিষ্ঠান হওয়া ;
( 12 ) বাংলাদেশে স্থায়ী স্থাপনার ( Permanent establishment ) মাধ্যমে ব্যবসায় আয় উপার্জনকারী অনিবাসী হওয়া ।
রিটার্ন ফরম কোথায় পাওয়া যায়:
সকল আয়কর অফিসে আয়কর রিটার্ন ফরম পাওয়া যায় । একজন করদাতা সারা বছর বিনামূল্যে আয়কর অফিস থেকে রিটার্ন ফরম সংগ্রহ করতে পারেন । জাতীয় রাজস্ব বাের্ডের ওয়েব সাইট WWW.nbr.gov.bd থেকেও রিটার্ন ফরম download করা যাবে । রিটার্নের ফটোকপিও গ্রহণযোগ্য । রিটার্ন দাখিলের সময় ব্যক্তি - করদাতাকে Tax Day ( কর দিবস ) এর মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হবে । ২০২০ ২১ কর বছরের জন্য ৩০ নভেম্বর ২০২০ তারিখ হচ্ছে কর দিবস , অর্থাৎ রিটার্ন দাখিলের সর্বশেষ তারিখ । একজন ব্যক্তি - করদাতা ১ জুলাই ২০২০ থেকে ৩০ নভেম্বর ২০২০ তারিখের মধ্যে ২০২০-২১ কর বছরের রিটার্ন দাখিল করবেন ।
This version of আয়কর ক্যালকুলেটর ২০২০ Android App comes with one universal variant which will work on all the Android devices.
If you are looking to download other versions of আয়কর ক্যালকুলেটর ২০২০ Android App, We have 1 version in our database. Please select one of them below to download.