দেশ-বিদেশে ঘুরে বেড়ানো অনেকের নেশা; কখনো পাহাড়, নদী কিংবা সমুদ্রে । তাঁরা কিন্তু অনায়াসেই তাদের এই নেশাকে ক্যারিয়ার বা পেশা হিসেবে বেছে নিতে পারেন। এতে নেশা ও পেশা দুটোই এক হয়ে কাজের সন্তুষ্টি বাড়বে। আবার বাংলাদেশে পর্যটনশিল্প দিন দিন বিকশিত হওয়াযর ফলে পর্যটন শিল্পে ব্যাপক সম্ভাবনা ও পেশাগত প্রশিক্ষণের সুযোগ বাড়ছে। ইতিমধ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের (বিপিসি) অধীনে ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট (এনএইচটিটিআই) হোটেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে। এছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে এ ধরনের কোর্সের সুযোগ রয়েছে।
কোর্সের ধরন
এই সংস্থায় দুই ধরনের কোর্স করার সুযোগ রয়েছে। একটি ডিপ্লোমা ও অন্যটি ন্যাশনাল সার্টিফিকেট কোর্স। চাহিদার ভিত্তিতে কোর্সগুলো সাজানো হয়। চার মাসের ন্যাশনাল সার্টিফিকেট কোর্সে তিন মাস তাত্ত্বিক ও এক মাস হাতে-কলমে শেখানো হয়। সম্প্রতি ন্যাশনাল সার্টিফিকেট কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগ্রহী ব্যক্তিদের ২৪ মের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
ডিপ্লোমা কোর্স
দুটি বিষয়ে ডিপ্লোমা কোর্স করানো হয়। এর মধ্যে দুই বছর মেয়াদে করানো হয় ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট। আর এক বছর মেয়াদি কোর্সটি হলো—ডিপ্লোমা ইন ট্যুরিজম ম্যানেজমেন্ট। এ ছাড়া রয়েছে এক বছর মেয়াদি প্রফেশনাল শেফ কোর্স।
সার্টিফিকেট কোর্স
ছয়টি ক্যাটাগরিতে ন্যাশনাল সার্টিফিকেট কোর্স করা যাবে। কোর্সগুলো হলো ন্যাশনাল সার্টিফিকেট কোর্স ইন ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন, ফ্রন্ট অফিস সেক্রেটারিয়াল অপারেশনস, হাউসকিপিং অ্যান্ড লন্ড্রি, ট্রাভেল এজেন্সি অ্যান্ড ট্যুর অপারেশনস ও বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন।
ভর্তির প্রক্রিয়া
ন্যাশনাল সার্টিফিকেট কোর্স ও ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য আলাদা ফরম সংগ্রহ করতে হবে। অফিস চলাকালে ২০০ টাকা জমা দিয়ে ভর্তির ফরম সংগ্রহ করা যাবে। প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছর বয়স।
ভর্তির যোগ্যতা
একেক কোর্সে একেক ধরনের যোগ্যতা লাগে। ন্যাশনাল সার্টিফিকেট কোর্সের মধ্যে ট্রাভেল এজেন্সি অ্যান্ড ট্যুর অপারেশনস ও ফ্রন্ট অফিস সেক্রেটারিয়াল অপারেশনস কোর্সের জন্য প্রার্থীদের ন্যূনতম এইচএসসি বা সমমান এবং অন্যান্য কোর্সের জন্য ন্যূনতম এসএসসি বা সমমান পাস হতে হবে। আর ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন ট্যুরিজম ম্যানেজমেন্টের ক্ষেত্রে এইচএসসি বা সমমান হতে হবে। উভয় কোর্সে ভর্তির জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা দিতে হয়।
কোর্স ফি
ন্যাশনাল সার্টিফিকেট কোর্স ইন ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, ট্রাভেল এজেন্সি অ্যান্ড ট্যুর অপারেশনস ও বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন, এই তিনটির প্রতিটি কোর্সের জন্য ২০ হাজার টাকা লাগে। ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন কোর্সে ২৫ হাজার টাকা, ফ্রন্ট অফিস সেক্রেটারিয়াল অপারেশনস ও হাউসকিপিং অ্যান্ড লন্ড্রি কোর্সে ১৬ হাজার টাকা, ডিপ্লোমা ইন ট্যুরিজম ম্যানেজমেন্ট কোর্সে ৮০ হাজার টাকা এবং ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্সে এক লাখ ৬০ হাজার টাকা খরচ হবে। এ ছাড়া প্রফেশনাল শেফ কোর্সের জন্য লাগবে ৯০ হাজার টাকা।
পর্যটন করপোরেশনে কোর্স করে অনেকেই কর্মজীবনে বেশ ভালো করছেন। বিপিসি থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে-বিদেশে দুই জায়গাতেই কাজের সুযোগ পাওয়া যায়। বিশেষ করে দেশে পর্যটন শিল্পের বিকাশের সুবাদে পাঁচ তারকা হোটেলসহ মোটেল-রিসোর্ট ও নানা ধরনের ট্রাভেল এজেন্সি গড়ে উঠছে। ফলে এই খাতে কাজ করার সুযোগ বাড়ছে।Many countries around drugs; Sometimes the mountain, river or sea. But their addiction easily as they can choose a career or profession. The intoxication of both the work and job satisfaction will increase. As a result, the tourism industry there is also a huge potential to develop tourism from day to day, and increasing opportunities for professional training. Meanwhile Bangladesh Tourism Corporation (BPC), the National Hotel and Tourism Training Institute (enaeicatitiai) is Hotel and Tourism Training. There are also several non-governmental organizations to such courses.
Course Type
This organization has a chance to do two types of courses. A diploma and one National Certificate courses. On-demand courses are arranged. Four months, three months in the National Certificate courses are taught theoretical and practical one month. Recently, the National Certificate courses admission notice has been given. Interested persons must submit an application by May 4.
Diploma Courses
Two diploma courses is made. The two-year Diploma in Hotel Management is done. And is that a one-year course Diploma in Tourism Management. There is also a one-year course of professional chef.
Certificate Course
National Certificate course will be six categories. The National Certificate courses, courses in Food and Beverage Services, Food and Beverage Production, secretarial Operations Front Office, Housekeeping and laundry, travel agencies and tour operations and the bakery and pastry production.
Admission Process
National Certificate courses and separate forms for admission to diploma courses. Office during the 00 deposit will be collected with the enrollment form. Candidates must be aged 35 years old max.
ADMISSION REQUIREMENTS
Each course takes different qualifications. Travel and Tours in the National Certificate course in Front Office Operations and Operations secretarial course and other courses for the candidates of the minimum HSC or equivalent must be passed SSC or equivalent minimum. The Diploma in Hotel Management and Diploma in Tourism Management will be in the HSC or equivalent. Both written and oral examinations for admission to the course.
Course fees
National Certificate Course in Food and Beverage Services, Travel Agencies and Tour Operations and bakery and pastry production, each of the three courses cost of 0. Food and Beverage Production course of Rs 5, Front Office Operations and Housekeeping and laundry secretarial courses, 16 thousand, 80 thousand rupees course Diploma in Tourism Management and the Diploma in Hotel Management course will cost Rs one lakh 60 thousand. The professional chef will be 90 thousand dollars for the course.
Tourism Corporation, the course is pretty good, many careers. BPC of the training opportunities at home and abroad can be found in two places. Thanks to the development of tourism industry in the country, especially in the five-star hotel and motel-resort has developed a variety of agencies. As a result, this sector has the opportunity to work.
This version of পর্যটন শিল্পে ক্যারিয়ার Android App comes with one universal variant which will work on all the Android devices.
If you are looking to download other versions of পর্যটন শিল্পে ক্যারিয়ার Android App, We have 1 version in our database. Please select one of them below to download.