আল্লাহ তা‘লা জাহান্নামীদের শাস্তি প্রদানের ধাপগুলো সবিস্তারে বর্ণনা করেছেন। জান্নাতের নেয়ামতসমূহের স্পষ্ট বিবরণ শুনিয়েছেন; যা আল্লাহ তা‘লার চরম ন্যায়-নিষ্ঠার বহিঃপ্রকাশ। ফলে কাফেরদের আর অজুহাত দাঁড় করানোর সুযোগ থাকবে না।
তবে এটা ঠিক, আল্লাহর দয়া তাঁর ক্রোধের অগ্রগামী, তাঁর ক্ষমা তাঁর শাস্তির অগ্রগামী; কিন্তু তাঁর গ্রেফতার অত্যন্ত কঠিন এবং তাঁর শাস্তি বড়ই যন্ত্রণাদায়ক।
জাহান্নামে অপরাধীদের প্রজ্বলন দীর্ঘ ও কঠিন করতে সেখানে আল্লাহ বিভিন্ন রকম শাস্তির ব্যবস্থা করেছেন। কুরআনুল কারীমে সেগুলো তিনি স্পষ্টরূপে বর্ণনা করেছেন ।
আল্লাহ তা‘লার প্রণীত মহাপ্রজ্ঞা হলো, তিনি বান্দাদের জন্য দুটি পথ নির্ধারণ করে দিয়েছেন। হয়তো কৃতজ্ঞ হয়ে জান্নাতের পথ ধরবে, নয়তো অকৃতজ্ঞ হয়ে জাহান্নামের দিকে চলে যাবে। সুতরাং যে ব্যক্তি সৎপথপ্রাপ্ত হলো, সে নিজের জন্যই লাভবান হলো। আর যে পথভ্রষ্ট হলো, সে নিজেকেই চরমভাবে ক্ষতিগ্রস্ত করল।
আল্লাহ তা‘লা জান্নাতী এবং জাহান্নামীদের অবস্থার মধ্যে সম্পূর্ণ বৈপরিত্য রেখেছেন।
আল্লাহ বলেন
“জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী সমান হতে পারে না। যারা জান্নাতের অধিবাসী, তারাই সফলকাম।” (সূরা হাশর-২০)
জ্বিন ও ইনসানকে আল্লাহ তা‘লা কেবল তাঁরই এবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। তাদেরকে আনুগত্যের আদেশ করেছেন। মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। মিথ্যারোপকারীদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছেন। তাদের হেদায়েতের জন্য অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন।
নবী করীম সা. বলেন,
“আমার এবং মানুষের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির ন্যায়, যে আগুন প্রজ্বলিত করল। অতঃপর আলোৎসাহী পোকাগুলো এসে আগুনে পতিত হচ্ছিল। ওই ব্যক্তি বাঁধা দিয়েও তাদের বারণ করতে পারছিল না; তারা আগুনে ঢুকেই পড়ছিল। আমিও তেমন, তোমাদেরকে আগুন থেকে বারণ করছি আর তোমরা আগুনে ঝাঁপিয়ে পড়ছ।” (বুখারী-৩২৪৪)
চির দুঃখ-কষ্ট-পেরেশানী, লাঞ্ছনা-গঞ্জনা, অপমান, বিড়ম্বনা, দুর্ভাগ্য, লজ্জা-শরম, ক্ষুধা-পিপাসা, আগুন, অশান্তি, হতাশ-নিরাশা, চীৎকার-কান্নাকাটি, শাস্তি, অভিশাপ, আযাব-গযব ও অসন্তোষের স্থান হলো জাহান্নাম। শান্তির লেশমাত্রই সেখানে নেই। হাত-পা ও ঘাড়-গলা শিকলে বেঁধে বেড়ি পরিয়ে দলে দলে জাহান্নামের অতল গহবরে নিক্ষেপ করা হবে। যেখানে শুধু অতিবেশি তেজ ও দাহ্য শক্তিসম্পন্ন আগুন ছাড়া আর কিছু নেই। দোযখের অগ্নিশিখা তাদেরকে উপর, নীচ এবং ডান ও বাম থেকে স্পর্শ করবে, জ্বালাতে-পোড়াতে থাকবে। একবার চামড়া পুড়ে গেলে আবারো নুতন চামড়া গজাবে যেন বার বার আগুনের স্বাদ আস্বাদন করতে পারে। পিপাসায় প্রাণ পেটের নাড়ি-ভূঁমি গলে যাবে। এ হচ্ছে, আজাবের উপর আযাব। তাতে পিপাসা না কমে আরো তীব্র হবে।
আল্লাহ তা‘আলা তাঁর আনুগত্যশীল বান্দাদের সম্মানিত করার জন্য সৃষ্টি করেছেন জান্নাত। আর অমান্যকারীদের লাঞ্চিত করার জন্য সৃষ্টি করেছেন জাহান্নাম। মৃত্যুর পরেই মানুষের অবস্থান স্থল নির্ধারিত হবে। সৎকর্মশীল হলে জান্নাতে এবং অসৎকর্মশীল হলে জাহান্নামে চিরস্থায়ীভাবে বসবাস করবে। জান্নাতের সূখ যেমন- মানুষের কল্পনার বাইরে। জাহান্নামের শাস্তিও তেমনি মানুষের কল্পনার বাইরে। এ বিষয়ে আমরা কুরআন ও সুন্নাহর আলোকে জাহান্নামের শাস্তির স্বরূপ তুলে ধরার প্রয়াস পাব ইন্শাআল্লাহ।
জাহান্নামীদের শাস্তি
বিশাল হাতুড়ি দিয়ে আঘাত
দগ্ধ হওয়ার পর নতুন চামড়া পুনস্থাপন
শিকল পরিয়ে টেনে হেঁচড়ে নেয়া হবে
উপুড় করে হেঁচড়ে নেয়া হবে
ফুটন্ত পানি দিয়ে বিগলিতকরণ
মুখবয়ব দগ্ধকরণ
জাহান্নামের শৃঙ্গে উঠতে বাধ্য করা হবে
চেহারা কালো ও কুৎসিত করে দেওয়া হবে
আগুন কাফেরদের বেষ্টন করে রাখবে
আগুনের প্রাচীর
হৃদয় জ্বালিয়ে দেবে
লজ্জা ও পরিতাপ
আগুনে নাড়িভুঁড়ি ছিড়ে পড়বে
জাহান্নামে উপাস্যও উপাসনাকারীর সঙ্গী হবে
চিৎকার ও আর্তনাদ
পাপের স্বীকারোক্তি
জাহান্নামের প্রহরীদের কাছে তাদের দয়াভিক্ষা
মৃত্যু কামনা
অতি সংকীর্ণ স্থলে নিক্ষিপ্ত হবে, নড়াচড়ার সুযোগ থাকবে না
মিনতি ও ক্রন্দনAllah Almighty to punish those who have been described in detail the steps. Heard a clear description of the blessings of Paradise, Verifies the existence of the righteousness of God which is the ultimate manifestation of devotion. As a result, and those who will have the opportunity to make excuses.
It's just God's grace before his anger, his forgiveness before his punishment; But his arrest is extremely difficult and painful for his punishment.
Lighting guilty to hell, where God is long and hard, has different penalties. He karime Quran clearly describes.
Mahaprajna made verifies the existence of God, he has set the path for two people. Thank may take the path of Paradise, you can go to hell or ungrateful. So whoever is guided, for the benefit of his own. But that is misguided, was ravaged by himself.
Almighty God is the discrepancy between Paradise and Hell said.
He says
"Hell and Paradise are not equal. Paradise are the winners. ' "(Surah Hashr -২0)
Son of Almighty God, to worship Him and the jinn created. Obedience to those orders. Given the glad tidings of Paradise to those who believe. Hell rejecters threatened. The Messenger of Allah sent to them for guidance.
Prophet Muhammad. Said,
"And the parable of a man who, like me, did not ignite the fire. Then alotsahi maggots were coming into the fire. Tagged with the man could not stop them; The fire was entered. I like that, you're on fire and you have to stop them from jumping into the fire every night. "(Bukhari 3244)
Peresani pain and troubled forever, assault-reproach, insults, harassment, misfortune, shame shame, hunger and thirst, fire, turmoil, hope and disappointment,-crying with a loud voice, doom, curse, wrath and chastisement of the Fire unrest space. There is no peace, there lesamatrai. Bound hand and foot, and neck-neck collars and put the crowds into the pit of hell will be thrown into the abyss. Only atibesi fire and combustible fire where there is no power. Fire flames on them, bottom and from left to right and touch, light-burned remains. Grow new skin, the skin once again, as many times it can taste. Bhummi pulse-thirsty soul will melt belly. This is, on the horrors of the punishment. It will be more intense thirst reduced.
Allah has created in order to honor his obedient servants Paradise. Violations are humiliated and made to hell. After the death of the position will be determined on the ground. When the righteous and the wicked, when Paradise will live forever in hell. For example, imagine a man sukha Paradise. Hell, just beyond human imagination. In this regard, in the light of Quran and Sunnah, we will attempt to highlight the nature of the punishment of hell insaallaha.
Fire punishment
Big hit with hammer
After Restoring the charred skin
Will be put in chains and dragged along
It will be dragging down
Bigalitakarana with boiling water
Mukhabayaba burning
Hell will be forced to rise to the top
Black and ugly appearance will be
Shall encompass the disbelievers fire
Wall of fire
The heart will burn
Shame and regret it
Fire guts to be torn
To hell with the gods will serve
Screaming and crying
Confession of sins
Fire guard their dayabhiksa
Death wish
Too narrow to be cast in place, there will be the opportunity to movements
Beg and cry
This version of জাহান্নামকে চিনুন ও বেচে থাকুন Android App comes with one universal variant which will work on all the Android devices.
If you are looking to download other versions of জাহান্নামকে চিনুন ও বেচে থাকুন Android App, We have 3 versions in our database. Please select one of them below to download.