"বাঙ্গালি পোলাপান বিচ্চুরা দুইশ' পঁয়ষট্টি দিন ধইরা বাঙ্গাল মুলুকের ক্যাদো আর প্যাকের মইদ্দে ওয়ার্ল্ড এর বেস্ট পাইটিং ফোর্সগো পাইয়া, আরে বাড়িরে বাড়ি। ভোমা ভোমা সাইজের মছুয়াগুলা ঘোঁত ঘোঁত কইরা দম ফ্যালাইলো।"
মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলিতে স্বাধীন বাংলা বেতারের ‘চরমপত্র’ অনুষ্ঠানে এভাবেই এম আর আখতার মুকুল আমাদের অসম সাহসী গেরিলা যোদ্ধাদের আদর করে সম্বোধন করেন 'বিচ্ছু' নামে; যাদের যন্ত্রণায় জলে ও স্থলে পাকিস্তানি হানাদার আর রাজাকারদের জীবন হয়ে উঠেছিল অতিষ্ঠ। বলা নাই, কওয়া নেই, জনের সদ্য তারুণ্যে পা দেওয়া একটা দল সাক্ষাৎ মৃত্যু-দূত হয়ে হাজির হতো হয়তো শহরের সুরক্ষিত কোন পাকি আস্তানায়, মিনিট-খানেকের তাণ্ডবে তাদেরকে পর্যদুস্ত করে নিমিষেই হয়ে যেত উধাও। তাঁদের এই ঝড়ের বেগে আক্রমণ ছিল পাকিস্তানি বাহিনীর মূর্তিমান আতংক, আর রক্তঝরা সেই দিনগুলিতে বন্দিদশায় থাকা দেশবাসীর চোখে তা দৃঢ় করত লাল-সবুজের স্বপ্নটা।
মুক্তিযুদ্ধ হাজার বছরের বাঙালি জাতির সবচাইতে গৌরবান্বিত আখ্যান। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে আমরা অর্জন করি একটি স্বাধীন দেশ, ২৬৬ দিনের আমরণ সংগ্রামের ফসল আমাদের লাল-সবুজ পতাকা। মুঠোফোন আর দ্রুতগতির ইন্টারনেটের এই যুগে মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার মাহাত্ম্য যেন নির্দিষ্ট কিছু দিবস পালনের মাঝেই গন্ডিবদ্ধ হয়ে না থাকে, সে লক্ষ্যকে সামনে রেখে নতুন প্রজন্মের কাছে সেই অগ্নিঝরা দিনগুলির সঠিক ইতিহাস নতুন আঙ্গিকে ছড়িয়ে দেবার ব্রত নেয় নতুন দিনের কিছু বিচ্ছু। সেই ক্ষুদ্র প্রচেষ্টার ফসল ‘টাইমলাইন-71’ অ্যাপটি, মার্চ থেকে ডিসেম্বর-মুক্তিযুদ্ধের প্রতিটি দিনের উল্লেখযোগ্য ঘটনাবলির একটি আর্কাইভ।
সেই ভয়াল অন্ধকারের দিনগুলিতে যারা মুক্তির আলো জ্বেলেছিলেন, সেই আলোর পথ-যাত্রীদের কথা, সেই আলোর মিছিলের কথা এই অ্যাপের মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাই সবখানে। নতুন এই বিচ্ছুরা দৃঢ়ভাবে বিশ্বাস করে- মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের যথাযথ চর্চা আর প্রসারই পারে স্বাধীনতাবিরোধী শক্তির মিথ্যা অপপ্রচার ও ইতিহাস বিকৃতির অপচেষ্টা রোধ করতে। একাত্তরের বিচ্ছু-বাহিনীর হাতে তৈরি হওয়া ইতিহাস জাগ্রত থাকুক সব নতুন প্রাণে- এটাই এই নতুন 'বিচ্ছু বাহিনী'র লক্ষ্য। সর্বোচ্চ চেতনায় মহান মুক্তিযুদ্ধ এবং সকল মুক্তিযোদ্ধাদের ত্যাগের প্রতি সম্মান জানিয়ে বিচ্ছুদের এই পথ চলা, চলতে থাকবে।
অ্যাপটির কারিগরি ক্ষেত্রে সহযোগিতা করেছে 'আমারসোর্স' (একটি অটোমেশন, আর্কিটেকচার এবং আর.এন.ডি প্রতিষ্ঠান)। মহান মুক্তিযুদ্ধ থেকে জন্ম বাংলাদেশের। এই জন্ম গাঁথার সন্ধানে টাইমলাইন 71 'আমার-সোর্সের' ক্ষুদ্র একটি প্রয়াস।
ইতিহাসের বহ্নি শিখায় চির ভাস্বর হোক প্রতিটি প্রজন্ম।
This version of timeline 71 Android App comes with one universal variant which will work on all the Android devices.
If you are looking to download other versions of timeline 71 Android App, We have 2 versions in our database. Please select one of them below to download.